• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কৌশানির বাড়িতে আটকে ছিলেন বনি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

লকডাউনে বন্দি গোটা দেশ। একমাসের বেশি সময় ধরে মানুষ ঘরবন্দি রয়েছেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না সাধারণ মানুষ থেকে তারকারা। গৃহবন্দি জীবনে সকলেই নিজেদের পছন্দমতো কাজের সঙ্গেই সময় কাটাচ্ছেন। এদিকে টলিউডে বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম বনি সেনগুপ্ত। গৃহবন্দি থাকার ছেলে বনি একেবারেই নন। তবুও থাকতে তো হবেই। কেমন কাটছে বনির হোম কোয়ারেন্টিনের দিন?

বললেন, এখন তো পুরো সময়টা কসবার বাড়িতেই কাটছে। এই যে কফি বানিয়ে খাচ্ছি। চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। শরীরচর্চা করছি নিয়মিত। সন্ধ্যাবেলা ছাদে গিয়ে হাঁটছি। ওয়েবসিরিজ দেখছি, বেশকিছু ভালো সিনেমা দেখে ফেলেছি। তারই ফাঁকতালে কৌশানিকে ভিডিও কল করছি। এভাবেই কেটে যাচ্ছে।

জানালেন ঝুঁকিপূর্ণ কথা,  আসলে আমি লকডাউন ঘোষণার ঠিক আগে, কয়েকদিন কৌশানির বেলেঘাটার বাড়িতে আটকে ছিলাম।  পরে আমার বাড়িতে ফিরে আসি, বাড়িতে বাবা-মা আছেন তো। যে কয়েকদিন কৌশানির ওখানে ছিলাম, আমায় ও অনেক কিছু করে খাইয়েছে। ও যে এত ভালো রান্না করে, সেটা কৌশানি নিজেও জানতো না। অবশ্য, আগে সেভাবে সময়ও পেত না, এখন পাচ্ছে তাই করছে। বিভিন্ন কিছু, বিভিন্ন রকমভাবে বানাচ্ছে। যেগুলো এখনও আমার খাওয়া হয়ে ওঠেনি, আমি বলেছি, পরে যখন যাবো রান্না করে খাওয়াতে। আর ও যদি রেস্তোরাঁ খুলতে চায়, তাহলে হয়ত আমি ইনভেস্ট করবো, আর ও শেফ হবে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ