• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

খাগড়াছড়ির পাহাড়ি খাদে পুলিশের টহল গাড়ি, আহত ১৭

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

খাগড়াছড়ি সদর উপজেলার পর্যটন এলাকা আলুটিলায় টহল পুলিশ সদস্যদের বহন করা একটি হিউম্যান হলার দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কমপক্ষে ১৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর।

গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুস সামাদ এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, পাহাড়ি মোড় অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে টহল পুলিশবাহী সাজেক পরিবহন নামক হিউম্যান হলারটি পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। দুর্ঘটনার আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ১১ জনকে ভর্তি করা হয়। এছাড়া গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন- নায়েক কবির হোসেন, সিপাহী সাইফুল, সিপাহী সিদ্দিকুর রহমান ও সিপাহী সাইফুল ইসলাম । এদের মধ্যে দুইজন মাথায় ও দুইজন পায়ে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।

খবর পেয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা ও পুলিশ সুপার মো. আব্দুল আজিজ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে যান এবং সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ