• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

খুলনা মেডিকেলে দুজনের মৃত্যু, করোনা সন্দেহে পরিবার কোয়ারেন্টিনে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে, যাদের করোনাভাইরাস উপসর্গের সঙ্গে মিল রয়েছে। ওই দুজনের মধ্যে একজন ভারতফেরত ছিলেন। তবে চিকিৎসকরা বলছেন, করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় তাদের করোনা সংক্রমণের বিষয়টি এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। খুমেক হাসপাতালের পরিচালক এ টি এম মঞ্জুর মোর্শেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই দুইজনের মধ্যে একজনের বাড়ি বাগেরহাটের মোংলায়, অন্যজনের বাড়ি নড়াইলে।

এক সপ্তাহ আগে ভারত থেকে বাড়ি ফেরেন নড়াইলের ওই ব্যক্তি। এরপর তার মধ্যে করোনাভাইরাসের উপসর্র্গ দেখা দিলে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।           

করোনাভাইরাস থাকতে পারে সন্দেহে তাদের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দিয়েছেন চিকিৎসকরা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ