• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

খুলনায় নারী পুলিশের বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

খুলনায় ৯০০ জন নারী পুলিশ সদস্যকে নিয়ে পুলিশের ৫৩তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সোমবার খুলনা শিরোমনি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে নবীন এসব নারী পুলিশ সদস্যদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজিপি মীর শহিদুল ইসলাম, বিপিএম।  

জানা যায়, ২০১৯ সালের ২৫ আগষ্ট ৩৪টি জেলার ৯০৩ জন নারী প্রশিক্ষনার্থীদের নিয়ে খুলনা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শুরু হয়। সেখানে সাফল্যের সাথে ৩০০ জন নারী প্রশিক্ষণ সমাপ্ত করেন। প্রথমবারের মতো নারী টিআরসিদের প্রশিক্ষণের জন্য এখানে বিভিন্ন পদমর্যাদার নারী প্রশিক্ষকদের আনা হয়। 

অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বলেন, দীর্ঘ প্রশিক্ষণে নবীন নারী পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য কম্পিউটার ও মোটরবাইক ড্রাইভিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ