• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

খুলনায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে খুলনা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২১১ জন আউটসোর্সিং কর্মী আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার দুপুরে খুলনা সদর হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন আউটসোর্সিং স্বাস্থ্য কর্মীরা। 

এ সময় তারা অবিলম্বে বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবি জানান। জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে দরপত্রের মাধ্যমে খুলনায় স্বাস্থ্য বিভাগে আউটসোর্সিং কর্মী নিয়োগ দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। হাসপাতালের ওয়ার্ডবয়, আয়া, কুক, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ২১১ জনকে নিয়োগ দেয় তারা। কিন্তু গত ৯ মাস নিয়মিত কাজ করলেও কর্মীদের বেতন পরিশোধ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ