• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গরম বাতাসে নষ্ট হয়ে যাওয়া বোরো ধান ক্ষেতে উপজেলা কৃষক লীগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১  

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গরম বাতাসে নষ্ট হয়ে যাওয়া বোরো ধান ক্ষেত পরিদর্শন করেছে উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
গত শুক্রবার বিকেলে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রতন মিত্রের নেতৃত্বে উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ কান্দি ইউনিয়নের কান্দি বিলে নষ্ট হয়ে যাওয়া ধান ক্ষেত পরিদর্শন করেন।
এ সময় উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক গাজী আব্দুল জলিল, কান্দি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিহির কান্তি রায়সহ কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রতন মিত্র বলেন, গরম বাতাসে এ উপজেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে নষ্ট হয়ে যাওয়া এসব বোরো ধান ক্ষেত পরিদর্শন করেছি। কেন্দ্রীয় কৃষক লীগ নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আমরা ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাঁড়াবো।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ