• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ফলে গাজীপুরবাসী সহজেই ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন। আজ বৃহস্পতিবার দুপুরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এতে গাজীপুরবাসীর পাসপোর্ট নিয়ে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা করছেন এলাকাবাসী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট (পরিচালক) মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ই-পাসপোর্ট স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ