• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গার্মেন্ট বন্ধের আহ্বান বিজিএমইএ’র

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

তৈরি পোশাক খাতের কারখানা বন্ধের আহ্বান জানিয়েছে এই খাতের শীর্ষ সংগঠন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

আজ বৃহস্পতিবার বিজিএমইএ পরিচালনা পর্ষদের এক জরুরি বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজিএমইএ সভাপতি।

জানতে চাইলে সংগঠনের সহসভাপতি আরশাদ জামাল দিপু বলেন, প্রধানমন্ত্রীর ভাষণের প্রেক্ষিতে পরিচালনা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর ফলে মালিকরা মার্চের যেদিনই ছুটি দিক; কিন্তু শ্রমিকদের পুরো মার্চে মাসের মজুরি দিতে হবে। একই সঙ্গে ছুটির ঘোষণার সাথে সাথে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করবেন মালিকরা। এরপর কারখানা ছুটি দীঘায়িত হলে শ্রম আইনের ১৬ ধারা প্রযোজ্য হবে বলে তিনি জানান।

এর আগে গত বুধবার জাতীর উদ্যেশ্য এক ভাষণে শ্রমিকদের মজুরি দেওয়ার প্রধানমন্ত্রী ৫০০০ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ