• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গার্মেন্টসে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

গার্মেন্টসসহ অন্যান্য বেসরকারি চাকরিজীবীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি জানিয়েছে বাংলাদেশ কনফেডারেশন অব লেবার। আজ রোববার (০৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত 'প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার' শীর্ষক এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি সুলতানা বেগম বলেন, ‘মানবাধিকার নিশ্চিত হলে নারীর অধিকার নিশ্চিত হবে।মানবাধিকারই নারীর অধিকার। সরকারি সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস থাকলেও গার্মেন্টস ও অন্যান্য সেক্টরের মাতৃত্বকালীন ছুটি চার মাস। তাই গার্মেন্টসসহ বেসরকারি খাতে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করতে হবে।’

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ মাহাতাব উদ্দিন শহীদসহ আরো অনেকে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ