• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত, ২৫ জনের নামে মামলা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২০  

গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহতের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে নিহতের মামা হাবিবুর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে সাবেক ইউপি সদস্য আজিজুর রহমানকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরে পর থেকে আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে মোল্লা ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ গুলি চালালে রনি হাওলাদার ঘটনাস্থলেই নিহত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বনগ্রাম পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কেউকেই গ্রেপ্তার করতে পারেনি। রনি হাওলাদার বনগ্রাম পূর্বপাড়া গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। এ বছর ৩ ফেব্রুয়ারই অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে তার অংশ নেয়ার কথা ছিলো।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ