• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ আন্তঃজেলা প্রতারকচক্রের ৫ সদস্য গ্রেফতার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

গোপালগঞ্জ আন্তঃজেলা প্রতারকচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা বিকাশ গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে গত কয়েক মাসে প্রায় ৮৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। তাদের কাছ থেকে সিম-সহ ১১টি মোবাইল সেট, পাঁচটি বিকাশ রেজিস্টার ও বিকাশের মাধ্যমে প্রতারণার সরঞ্জামও উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ জুলাই) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা, সালথা, নগরকান্দা, মাদারীপুরের শিবচর ও গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করে। 

তাদের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা ১৬৪ ধারায় শুক্রবার বিকেলে গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তারা গত কয়েকমাসে ৮০/৮৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কথা  স্বীকার করেন।

প্রতারকচক্রের বাকি সদস্যদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ।  

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ