• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ কোটালীপাড়ায় ৪শত শিক্ষার্থী পেল ঈদ উপহার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ মে ২০২০  

গোপালগঞ্জের কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের ৪শত শিক্ষার্থী পেল ঈদ উপহার। শিক্ষা প্রতিষ্ঠানটির এলামনাই এসোসিয়েশন এই ৪শত শিক্ষার্থীকে ঈদ উপহার স্বরুপ ৫শত টাকা করে ২লক্ষ টাকা প্রদান করে।

আজ শনিবার শিক্ষা প্রতিষ্ঠানটির হলরুমে বসে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন সহ-সভাপতি ড. অপূর্ব রুদ্র শিক্ষা প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখের হাতে এ ২লক্ষ টাকা তুলে দেন। হাজী মো: কামাল হোসেন শেখ সামাজিক দূরত্ব বজায় রেখে ৪শত শিক্ষার্থীর হাতে ঈদ উপহার স্বরুপ ৫শত টাকা করে তুলে দেন।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সুরেশ দাস, সাবেক ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান মিয়া, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র গাজী আলতাফ হোসেন, লিয়াকত আলী লেবু, বাদশা মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম. সাধারণ সম্পাদক আহসান কবির ও যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ জানান, মহামারি করোনার কারণে অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে।

কর্মহীন হয়ে পড়া এসব পরিবারের শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা ৪শত শিক্ষার্থীর হাতে ৫শত টাকা করে ঈদ উপহার তুলে দিলাম। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক এ ধরণের কর্মকান্ড আগামীতে চলমান থাকবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ