• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী মোল্লাহাটে নির্বাচনী সহিংসতায় নিহত ১

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১  

গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়া শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আসাদ শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, গতরাতে মোল্লহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শ্মাসন গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আসাদ শেখ মারা যান। স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী পোস্টার ছেড়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের
ঘটনা ঘটে। এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।নিহত আসাদ শেখ তালা প্রতীকের সদস্য প্রার্থী মামুন শেখের চাচা।

নিহত আসাদ শেখ এর বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শ্মাশন গ্রামে ,তিনি গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় বসবাস করেন। নির্বাচনী প্রচারোনায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ