• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ ডাক বিভাগের মেইল প্রসেসিং ও লজেস্টিক সেন্টার এর উদ্বোধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

গোপালগঞ্জ ডাক বিভাগের মেইল প্রসেসিং ও লজেস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে গোপালগঞ্জ পোষ্ট অফিস চত্বরে এর উদ্বোধন করেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন পোষ্ট মাস্টার জেনারেল দক্ষিন অঞ্চলের প্রধান শামসুল আলম, প্রকল্প পরিচালক মো: মুনসুর রহমান মোল্লা, তত্বাবধায়ক প্রকৌশলী মো: শামীম উর রাজী সহ ডাক বিভাগের কর্মকর্তাগণ। বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড এন্ড ইঞ্জিয়ারিং ওয়ার্ক লিমিটেড এর মাধ্যমে গোপালগঞ্জ সহ দেশে মোট ১৪ টি মেইল প্রসেসিং ও লজেস্টিক সেন্টার নির্মান করা হয়েছে।
পরে ডাক বিভাগের মহা পরিচালক মো: সিরাজ উদ্দিন বলেন, এ মেইল প্রসেসিং ও লজেস্টিক সেন্টার এর মাধ্যমে প্রান্তিক কৃষকরা এক জেলা থেকে অন্য জেলায় তাদের খামারের মাছ, সবজি সহ অন্যান্য পচনশীল পন্য ডাক বিভাগের মাধ্যমে কম খরচে পাঠাতে পারবে। এখানে মাছ মাংশ ও শাক সবজি সংরক্ষণের জন্য রয়েছে -২০ ডিগ্রি থেকে +৪ ডিগ্রি তাপমাত্রার সংরক্ষনাগার। এ সময় তিনি আরো বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ের পোষ্ট অফিস এর ভবন নির্মান সহ প্রন্তিক অঞ্চলে মানুষের জন্য ডাক বিভাগের ডিজিটাল সেবা নিশ্চিত করা হবে।
এরপর তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট তাঁর পরিবারের নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।  এ সময় তার সঙ্গে ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক শেখ মো: বাবুল হোসেন সহ ডাক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ