• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ থেকে ঢাকার পথে মোদি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২১  

গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দি থেকে ঢাকার পথে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুর ২টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি ওড়াকান্দি ত্যাগ করে।

এর আগে ওড়াকান্দিতে মতুয়া অনুসারীদের অনুষ্ঠানে বক্তৃতা দেন নরেন্দ্র মোদি। প্রয়াত হরিচাঁদ ঠাকুরকে স্মরণ করে মোদি বলেন, হরিচাঁদ ঠাকুর পিছিয়ে পড়া লোকদের নিয়ে কাজ করেছেন। তিনি হিন্দু সম্প্রদায়ের এক অনন্য মানুষ। তার এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদি।

বেলা ১১টা ২৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসময় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন, পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপণ, দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শুক্রবার সকালে দুই দিনের সফরে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ