• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে গোপালগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ।

দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শাহিদ সুলতানা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান। এরপর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ, গণপূর্ত বিভাগ, গোপালগঞ্জ পৌরসভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ, উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্বরে ভিড় জমায় সব বয়সী  স্বর্বস্তরের মানুষ। সড়কের পাশে ও চত্বরে গাছে বাংলা অক্ষর দিয়ে অলংকৃত করা হয়। শহীদ মিনার চত্করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, ভোরে জেলা শহরের বিভিন্ন স্থানে 'আমার ভাইয়ে রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি' গান গেয়ে প্রভাত ফেরি করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ