• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ বাড়িতে বাড়িতে পৌছে দিচ্ছে জেলা প্রশাসনের ত্রান সামগ্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ মে ২০২০  

গোপালগঞ্জে করোনা মহামারীর কারনে ঘরবন্ধি অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এসব খাদ্য সামগ্রী জেলা প্রশাসনের তত্বাবধানে অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে বিডি ক্লিন গোপালগঞ্জ্রে সদস্যরা।

বিডি ক্লিন গোপালগঞ্জ শাখার সমন্ব্য়ক সুজন দাসের নেতৃত্বে ১৯ জন স্বেচ্ছাসেবী প্রতিদিন সকাল ১০ টাকা থেকে রাত ৮ টা পর্যন্ত জেলা প্রশাসনের গাড়িতে করে জেলার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরন করে জেলা প্রশাসকের কার্যালয়ে মাস্টাররোল পৌছে দিছে। বুধবারও তারা শহর ও এর আশপাশ এলাকার দু’শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দেয়।

বিডি ক্লিন গোপালগঞ্জ শাখার সমন্বয়ক সুজন দাস বলেন, জেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে আমাদের বিডি ক্লিন গোপালগঞ্জ শাখার সহকারী সমন্বয়ক আশিকুর রহমান, সদস্য মোহাইমিন মিয়া, আরিফুল ইসলাম, ইমতিয়াজ বাধন, রবিউল ইসলাম, শেখ তাজুল ইসলাম, আবিদ হাসানসহ ১৯ জন স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় শ্রম দিচ্ছি। জেলা প্রশাসন আমাদেরকে শহর ও এর আশপাশ এলাকার অসহায় মানুষের মাস্টাররোল দিয়ে কয়েকটি গাড়িতে খাদ্য সামগ্রী তুলে দেয়। আমরা ওইসব খাদ্য সামগ্রী বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে পৌছে দিয়ে এসে মাস্টাররোল জেলা প্রশাসকের কার্যালয়ে ফেরত দিই।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মোঃ মাহাবুবুল আলম বলেছেন, আমাদের হটলাইন নম্বরে ফোন করে বা বিভিন্ন লোকের মাধ্যমে যে সকল অসহায় মানুষের তালিকা পাই, তাদের বাড়িতে বাড়িতে আমরা খাদ্য সামগ্রী পৌছে দিই। আমাদের কর্মচারীদের সাথে বিডি ক্লিন সদস্যদের দিয়ে বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের সহায়তায় আমরা সহজে অসহায় মানুষের বাসায় খাদ্য সামগ্রীপৌছে দিচ্ছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ