• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১  

গোপালগঞ্জের কাশিয়ানীতে আগুন লেগে ১০টি পরিবারের ২০টি বাড়ি পুড়ে গেছে। উপজেলার বরাসুর গ্রামে সোমবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রাজিব হোসেন জানান, একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুকসুদপুর ও গোপালগঞ্জ ফায়ার সাভির্সের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০টি পরিবারের নগদ টাকা, মালামাল ও ২০টি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান জানান, ১০টি পরিবারের ২০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে দিক নির্দেশনা দেন।

চেয়ারম্যান মশিউর রহমান খান ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুটি করে কম্বল, এক বস্তা চাউল, নগদ পাচঁশত টাকা দেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ