• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে অতিদরিদ্রদের ফ্রি চিকিৎসার জন্য লাল কার্ড বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১  

গোপালগঞ্জে চিহ্নিত দরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে ফ্রি চিকিৎসার জন্য লাল কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার কুয়াডাঙ্গা নগর মাতৃসদন হাসপাতালের এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন পৌর সচিব ও প্রোগ্রাম অফিসার কে.জী. এম মাহামুদ।
গোপালগঞ্জ পৌর সভার বাস্তবায়নে ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির পরিচালনায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের কর্ম এলাকায় জরিপের মাধ্যমে চিহ্নিত দরিদ্র ও অতি-দরিদ্রদের মাঝে লাল কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৩০ জনকে লাল কার্ড বিতরন করে এর কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ র্কাক্রমের আওতায় ৩ হাজার দরিদ্র ও অতিদরিদ্রদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হাসান নাজিম, মো: আতিকুর রহমান পিটু, মো: আলিমুজ্জামান বিটু, মো: আল আমিন, রোমান মোল্লা, খাদিজা বেগম, সাইয়েদা আক্তার পাপিয়া, আরবান হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২ এর কর্মকর্তা কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র কাজী লিয়াকত আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তারা শুধু এতিমদের টাকা আত্মসাৎ করেছেন। গোপালগঞ্জের সকল উন্নয়ন বন্ধ করে দিয়েছিল। সুতরাং দেশ তাদের কাছ থেকে কি আশা করতে পারে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের ২৬ টি দেশের মধ্যে উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। গোপালগঞ্জ থেকে ৮ বারের এমপি শেখ ফজলুল করিম সেলিম এর নেতৃত্বে গোপালগঞ্জে উন্নয়নের ছোঁয়া এখন বইছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ