• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দু`জনকে জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে। সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড এ অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে। এসময় খালের সাথে সুয়ারেজ লাইন স্থাপনা করায় দু'জনকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইন মোড় থেকে সার্কিট হাউস পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়।

এ সময় জেলা শহরের কুয়াডাঙ্গা, লেকপাড়, পাচুরিয়া, গেটপাড়া, হাসপাতাল এলাকার গড়ে ওঠা অসংখ্য স্থাপনা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিষ্ট্রট মো: মাহাবুবুল আলম। এ অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী ও পুলিশ সদস্যগণ অংশ নেন। এর আগে তিন দিনের মধ্যে অবৈধ স্থাপনা সড়িয়ে নিতে জেলা শহরে মাইকিং করা হয়। সে সময় অনেকেই তার নিজ নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়।

সড়ক ও জনপধ বিভাগের নির্বাহী প্রকৌশলী খোন্দকার শরীফুল আলম জানান, শহরের দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা বেদখল রয়েছে। সেখানে বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। এতে যানবাহন ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল। আমাদের জায়গা দখলে নিতে এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। আগামীতেও এ অভিযান চলবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুল আলম বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ওপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ