• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে আবারও নকল প্রসাধনী জব্দ, মালিককে জেল-জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ জুন ২০২০  

গোপালগঞ্জে আবারও অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দিপু সেই দোকানের মালিক বেলায়েত হোসেনকে ৬ মাসের জেল ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন।

শনিবার (২৭ জুন) দুপুরে জেলা শহরের নতুন বাজার রোডের মিতালী ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নুরুল আমীন বিপ্লব উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দীপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজার এলাকার মিতালী ট্রেডার্সে অভিযান চালানো হয়। এসময় সেই দোকান থেকে নকল জনসন, কোলগেট টুথপেষ্টসহ নামী-দামি ব্যান্ডের প্রায় দুই লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়। এ ঘটনায় দোকান মালিক বেলায়েত হোসেনকে ৬ মাসের জেল, দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। পরে জব্দকৃত দুই লাখ টাকার নকল প্রসাধনী ধ্বংস করা হয়।

এর আগে গত বুধবার (২৪ জুন) বিকেলে জেলা শহরের ডিসি রোড এলাকায় নকল প্রসাধনীর কারখানা আবিষ্কার ও অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু। পরে ওই কারখানার মালিক গোপালগঞ্জ শহরের গো-হাটা এলাকার নিখিল রায়ের ছেলে জুয়েল রায়কে (৩০) আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের জেল দেয়া হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ