• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে আবুল খায়ের সেতুতে সংযোগ সড়ক না থাকায় যাতায়াতে ভোগান্তি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

গোপালগঞ্জের মুক্তিযোদ্ধা আবুল খায়ের সেতুতে দীর্ঘদিনেও তৈরি হয়নি সংযোগ সড়ক। এতে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার অন্তত ১৫ গ্রামের মানুষ। কর্তৃপক্ষের দাবি, জমি অধিগ্রহণে দেরি হওয়ায় সৃষ্টি হয়েছে এমন সমস্যা। উঠা নামার সংযোগ সড়ক না থাকায় গোপালঞ্জের কোটালীপাড়ার মুক্তিযোদ্ধা আবুল খায়ের সেতু দিয়ে এভাবেই পায়ে হেটে যাতায়াত করতে হচ্ছে সবাইকে।

উপজেলার কাকডাঙ্গা, গোপালপুর, কনেরবাড়ি, সোনাখালীসহ অন্তত ১৫টি গ্রামের মানুষকে সদরে আসতে হয় ঘাঘর নদী পার হয়ে। কিন্তু সেতু নির্মানের ৮ বছর পার হলেও সেতুর দুই পাশে নির্মিত হয়নি সংযোগ সড়ক। এতে গলার কাটা হয়ে দাড়িয়েছে সেতুটি। ফলে যাতাযাতের পাশাপাশি কৃষি পণ্য আনা নেয়াতেও ভোগান্তিতে পড়তে হয় কৃষকসহ এলাকাবাসীর। সংযোগ সড়ক তৈরি না করে কাজ শেষ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। তাই সমস্যা সমাধান করে দ্রুত সেতুটির সংযোগ সড়ক নির্মানের দাবি এলাকাবাসীর।

গোপালগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হক বলেন, সেতুর দু'পাশের জমি অধিগ্রহণ করতে না পারাসহ বিভিন্ন কারণে আজও এই সংযোগ সড়কটি নির্মাণ সম্ভব হয়নি। তবে শিগগিরই সড়ক নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হক। ২০১২ সালে ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় মুক্তিযোদ্ধা আবুল খায়ের সেতু।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ