• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে আরও ৯৫ জন হোম কোয়ারেন্টিনে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

 করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৯৫ জনকে হোম কোয়ারেন্টিনে (নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে) রাখা হয়েছে। এ নিয়ে জেলাটিতে পর্যবেক্ষণে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে। 

রোববার (২২ মার্চ)  এ তথ্য নিশ্চিত করেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নেওয়াজ মোহাম্মদ। তিনি  জানান, শনিবার (২১ মার্চ) পর্যন্ত জেলায় ১৭৭ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন। এর মধ্যে তিন জনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। রোববার ২৬৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এদের মধ্যে দু’জন স্থানীয় ও অন্যরা সবাই প্রবাসী বলে জানা গেছে। আর পর্যবেক্ষণে থাকা প্রবাসীদের সব সময় খোঁজ-খবর রাখা হচ্ছে। 

এদিকে, বিদেশ থেকে দেশে ফিরে আসা অনেক প্রবাসী হোম কোয়ারেন্টিনের নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছেন বলে অভিযাগ রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। 

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ