• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ইউপি উপ-নির্বাচনের ভোট চলছে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান মো: এমদাদুল হক মোল্লা মটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ার কারণে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন গত ২৫ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচনের তফশিল ঘোষণা করেন।

এ নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনিত প্রয়াত চেয়ারম্যান মো: এমদাদুল হক মোল্লার স্ত্রী নাসরিন সুলতানা নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সিদ্দিকুজ্জামান চশমা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ ইউনিয়নে ১৬ হাজার ৫৯৫ জন ভোটার ভোট প্রয়োগ করে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮,২৫৭ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৩৩৯ জন। জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে গঠিত ৫টি মোবাইল টিম, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে এ ভোট চলছে।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ