• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধ

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধ

গোপালগঞ্জে সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া সারোয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ রবিবার বেলা সাড়ে এগারোটায় স্কুলের সামনে বলাকইড়-খেলনা সড়কের ওপর দাঁড়িয়ে ঘণ্টব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা। হাতে হাত ধরে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা। মানবন্ধনে সাবেক ইউপি মেম্বার আজিজুল শেখসহ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের দাবি সম্বলিত লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ওই গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসব কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদও উপজেলার বনগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মোল্লা ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গুলির ঘটনা ঘটে। এ সময় রনি হাওলাদার নামে এসএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ