• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০  

জেলা প্রশাসক শাহিদা সুলতানা ছোট্ট সোনামণিদেরকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

রোববার সকালে গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়। দেশজুড়ে প্রাণঘাতী করোনা পরিস্থিতি বিবেচনায় এবারই প্রথম দুই সপ্তাহ ব্যাপী (৪ থেকে ১৭ থর ২০২০) এ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো.নাজমুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ, মেডিকেল অফিসার ডাক্তার এস এম সাকিবুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কর্মকর্তা দীপঙ্কর রঞ্জন সরকার, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী সহ ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ার উপযুক্ত শিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১ অক্টোবর গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ বলেন, জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভার বিভিন্ন এলাকায় স্থায়ী ও অস্থায়ী সহ মোট ১,৭১১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ২৩,৪০৩ জন শিশুকে “নীল” রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১,৪৭,৫৩৭ জন শিশুকে “লাল” রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ