• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে করোনা সুরক্ষা টানেল উদ্বোধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ মে ২০২০  

করোনা পরিস্থিতি মোকাবেলায় গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর নির্মিত করোনা সুরক্ষা টানেল উদ্বোধন করেছেন ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ টানেল উদ্বোধন করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলা সদরের লঞ্চঘাটে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের ১১৭ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই নির্মিত করোনা জীবাণুমুক্তকরণ টানেল উদ্বোধন করা হয়। সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের গাড়িসমূহ অপর টানেল অতিক্রম করে এ উদ্বোধন করা হয়েছে। 
 
এ ব্যাপারে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল বলেন, গোপালগঞ্জ শহরে আমরা করোনা জীবাণুমুক্ত করার দুটি টানেল স্থাপন করেছি। একটি টানেলের মধ্য দিয়ে পথচারী ও অন্যটির মধ্য দিয়ে যানবাহন চলাচল করবে। 
 
টানেলের মধ্য দিয়ে যাবার সময়ে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক ডিটারজেন্ট দিয়ে স্প্রে হয়ে জীবাণুমুক্ত হয়ে বের হবে। এতে এ জেলার মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে। করোনা মোকাবেলায় টানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
এসময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, লে. কর্নেল শুভ ইসলাম, পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর উপজেলা নিবার্হী অফিসার মো. সাদিকুর রহমান খান, এনডিসি মো. মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান নীতিশ রায় ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম প্রমুখ।
দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ