• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নতুন করে আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১০ পুলিশ সদস্যসহ ২৩ জন করোনা রোগী শনাক্ত হলো। নতুন করে আক্রান্ত দু’জন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি টুঙ্গিপাড়া উপেজলার পাকুরতিয়া গ্রাম। দুজনেই নরায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করেন।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে ওই দম্পতির করোনা রিপোর্ট পজেটিভ আসে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, গত ১৬ এপ্রিল ওই দম্পতি নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি গোপলগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া গ্রামে আসেন। পরে খবর পেয়ে পরদিন ১৭ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয় । ১৮ এপ্রিল নমুনা পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। আজ তাদের করোনার রিপোর্ট পজেটিভ আসে। এরপর আমরা ওই দম্পতির বাড়ি লকডাউন করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছি।

ডা. জসিম উদ্দিন আরো বলেন, ‘তাদের ৭ বছরের একটি কন্য সন্তান রয়েছে। ওই কন্যা সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হবে। পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, এ আগে জেলায় ২১ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর উপজেলায় মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্য, কাশিয়ানী উপজেলায় চারজন, সদর উপজেলায় তিনজন, টুঙ্গিপাড়া উপজেলায় তিনজন ও কোটালীপাড়া উপজেলায় একজন রয়েছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ