• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে চলছে ভার্চুয়াল ডিজিটাল মেলা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ জুন ২০২০  

“কোভিট-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার” প্রতিপাদ্যে গোপালগঞ্জে চলছে ভার্চুয়াল ডিজিটাল মেলা। আগামীকাল (১ জুলাই) কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার সমআপ্তি ঘটবে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেল তিনটায় এক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। এই মেলার মাধ্যমে জেলার প্রতিটি মানুষের দোর গোড়ায় সকল ধরনের সেবা পৌছে দেয়ার বিষয় তুলে ধরা হুেচ্ছ। একজন মানুষ কিভাবে ঘরে বসেই সরকারী সকল দপ্তরের সেবা পেতে পারে সে বিষয়ে বিস্তারিত ধারনা দেয়া দেয়া হচ্ছে। করোনা কালীন সময়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় সাধারন মানুষের করনীয়, পরামর্শ নেওয়া, অনলাইনে কেনাকাটাসহ যাবতীয় বিষয় একজন মানুষ ঘরে বসেই হাতের নাগালে পেতে পারে সেসব বিষয় জানা যাবে এই মেলায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্ব্ েঅনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সেমিনারে জেলার সকল সরকারী দপ্তরের প্রধানগন, উপজেলা নির্বাহী অফিসারগন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, স্বাস্থ্য দপ্তরের প্রধানগন ও জেলার র্প্রিট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন যুক্ত ছিলেন।

করোনা কালীন সময়ে মানুষকে সুস্থ্য রাখতে এবং একজন মানুষকেও অনাহারে না রাখতে সরকারী নির্দেশনা বাস্তবায়নে গোপালগঞ্জ জেলা প্রশাসনের নানা পদক্ষেপ তুলে ধরা হয় সেমনিারে। পাশাপাশি সেমিনারের আলোচকগন করোনা পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার করে কিভাবে মানুষ তার সকল প্রয়োজন এবং চাহিদা মিটাতে পারে সে সম্পর্কে বিস্তারিত ধারনা তুলে ধরা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ