• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ঢিলেঢালা লডকাউন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

গোপালগঞ্জে খানিকটা ঢিলেঢালা ছিল কঠোর লকডাউনের প্রথম দিন। লকডাউনের পাশপাশি বৈশাখী ছুটি ও রমজানের প্রথম দিন - সব মিলে শহরে মানুষের আনাগোনা ছিল কম। শপিংমলসহ বিভিন্ন দোকানপাঠ ছিল বন্ধ।

কাঁচা-বাজার ও ফল-ফলাদিসহ নিত্য-প্রয়োজনীয় জিনিষের দোকানপাঠ খোলা দেখা গেছে। উন্মুক্তস্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয়ের কথা থাকলেও তেমন কোন ব্যবস্থা পরিলক্ষিত হয়নি। বাজার এলাকায় প্রচুর জনসমাগম দেখা গেলেও অধিকাংশকেই স্বাস্থ্য-বিধিবহির্ভূতভাবে চলাফেরা করতে দেখা গেছে।

শারিরীক দূরত্ব বজায় রাখা দূরে থাক, মুখে মাস্ক পরতেও অনেকের অনীহা দেখা গেছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও ব্যাটারী-চালিত রিক্সা, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। বিনা বাধায়ই শহরের প্রবেশ-পথগুলো দিয়ে মানুষ আসা-যাওয়া করেছে। তবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ উপেক্ষা করায় বেশ কয়েকজনেক আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ