• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে দুটি কোচিং সেন্টার সিলগালা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

গোপালগঞ্জে অভিযান চালিয়ে দুটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তামান্না ফেরদৌস ও ফারজানা ববি মিতু এ অভিযান চালান।

জানা গেছে, আগামী ২০ ও ২৬ ডিসেম্বর গোপালগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ে ৫ম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে। এ সুযোগে বিভিন্ন স্কুলের শিক্ষকেরা কোচিং সেন্টার চালিয়ে আসছিলেন।

অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় জেলা শহরের পাওয়ার হাউজ রোডে অভিযান চালায় ভ্রামমাণ আদালত। এসময় মডেল ছায়া শিক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের কোচিং সেন্টার থেকে বের করে দেন।

পরে ওই কোচিং সেন্টারটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এছাড়া পাবলিক হল রোডের জাগরণ একাডেমি নামের অপর একটি কোচিং সেন্টার সিলগালা করে দেয়া হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ