• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ জুন ২০২০  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অসহায় ও দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূলে ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ১৪ ইষ্ট বেঙ্গলের পরিচালনায় বুধবার(৩ জুন) সকাল ১১টায় জিটি স্কুল মাঠে ২৫০জন অসহায় ও দু:স্থ মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়।

এতে সেনাবাহিনীর চারজন ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক এ সেবা প্রদান করেন। পরে রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সে সময় বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে: কর্ণেল শুভ ইসলাম বলেন, যশোর ৫৫ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মধ্যে ১০টি জেলা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। বর্তমানে করোনা আক্রান্ত রোগীরা হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে।

এদের ভয়ে সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন না। তাদের চিকিসা দেবার উদ্দেশ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সেনাবাহিনী।আগামিতে অন্যান্য উপজেলায়ও অসহায় ও দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা দেয়া  হবে বলে জানান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ