• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে নকল প্রসাধনী জব্দ, ফ্যাক্টরি সিলগালা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০  

গোপালগঞ্জে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও পণ্যসামগ্রী জব্দ করেছে মোবাইল কোর্ট। সেইসঙ্গে ফ্যাক্টরি-মালিকের আত্মীয় ও শ্রমিকসহ পাঁচজনকে জেল-হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও সিলগালা করে ফ্যাক্টরিটি বন্ধ করে দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দীপুর নেতৃত্বে গোপালগঞ্জ শহরসংলগ্ন গোলাবাড়ীয়া এলাকায় জনি এগ্রো কমপ্লেক্স লিমিটেডের এর ফ্যাক্টরিতে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে ওই ফ্যাক্টরি থেকে সাবান ও ডিটারজেন তৈরির কাঁচামাল, ভেজাল তেল ও লবণসহ বিভিন্ন প্রকারের বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে। ফ্যাক্টরি-মালিকের আত্মীয় বাদল (৩১) ও ইমরানকে (২৪) এক বছর এবং ফয়সাল (৩০), শরীয়ত (২১) ও ছিনারুলকে (৩৫) এক মাসের সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা হয়েছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ