• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে নারী মাদকবিক্রেতার দুই বছরের কারাদণ্ড

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০  

গোপালগঞ্জে তানিয়া বেগম (২৫) নামে এক নারী মাদকবিক্রেতাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। তিনি একই এলাকার হাফিজুর মোল্লার স্ত্রী।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই নারী মাদকবিক্রেতাকে দুই বছরের কারাদণ্ড দেন। পরে তাকে গোপালগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় চন্দ্রদিঘলিয়া এলাকার হাফিজুর মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় হাফিজুর মোল্লাকে পাওয়া যায়নি তবে তার স্ত্রী তানিয়া বেগমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

তিনি আরো বলেন, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের পরিদর্শক জাকিরউজ্জামান উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ