• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাজার মনিটরিং অভিযানে ১১ মামলায় জরিমানা ২৪ হাজার টাকা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মে ২০২০  

গোপালগঞ্জে বাজার মনিটরিং অভিযানে দোকানখোলা রাখা, দ্রব্যমূল্যের দাম বেশী রাখা ও লকডাউন না মানায় ১১ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা সদরে বাজার মনিটরিংয়ে গিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল আলম এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল আলম জানান, সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, দ্রব্যমূল্যের বাড়তি মূল্য রাখা ও লকডাউন না মানায় ১১ টি মামলা করা হয় । ১১ টি মামলায় ব্যবসায়ীদের কাছ থেকে ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরের এই কর্মকর্তা আরো জানান, সরকারী নির্দেশাবলী মানতে, লকডাউন কার্যকর করতে ও বাজার মনিটরিংয়ে জেলার সর্বত্র অভিযান অব্যাহত রয়েছে। তিনি সকলকে সরকারী নির্দেশনা মেনে যার যার ঘরে অবস্থান করার আহবান জানান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ