• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

গোপালগঞ্জের মুকসুদপুরে এআইএফ-২ ম্যাচিংপ্রাপ্ত সিআইজির মহিলা সমিতির কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলোজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।

আজ রোববার সকালে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া গ্রামে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল কাদের সরদার।

মোচনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান তাপশী বিশ্বাস দুর্গা, মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বতু শিকদার, মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চৈতন্য পাল বক্তব্য রাখেন।

পরে সমিতির সদস্যদের মাঝে ২টি পাওয়ার টিলার, ১টি পাওয়ার স্প্রেয়ার (ধান মাড়াই যন্ত্র), ১টি রিপার মেশিন (ধান কাটার যন্ত্র), ২টি এলএল পি-স্যালোমেশিন এবং ৩টি স্প্রে মেশিনসহ প্রায় চার লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ