• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বেদে ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেদে, দুস্থ ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার মাঝবাড়ি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ইউনুচ আলী দাড়িয়া তারাশী বেদেপল্লী ও হিরণ ইউনিয়নের ৫ শতাধিক দুস্থ, কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন ।

এ সময় সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল দাড়িয়া, সমাজ সেবক সবুজ দাড়িয়া, দিদার দাড়িয়া, নয়ন দাড়িয়া তার সঙ্গে ছিলেন।

বেদে ইমাম হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে আমরা এখন কর্মহীন হয়ে পড়েছি। গত ১ মাস ধরে তারাশী গ্রামে বসবাস করছি। কোথাও কাজে বের হতে পারছি না। খেয়ে না খেয়ে আমাদের দিন কাটছিল। এ অবস্থায় ইউনুচ আলী দাড়িয়া নামে এক সমাজ সেবক আমাদের খাদ্যসামগ্রী দিয়েছেন।

সমাজ সেবক ইউনুচ আলী দাড়িয়া বলেন, করোনার কারণে বর্তমানে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব মানুষদের কথা চিন্তা করে আমি তারাশী বেদে পল্লী ও হিরণ ইউনিয়নের দুস্থ এবং কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলাম। আগামী ধান না ওঠা পর্যন্ত আমার এ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ