• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ভুয়া জন্ম সনদে বাল্যবিয়ে ভেঙ্গে দিলো প্রশাসন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ জুলাই ২০২০  

গোপালগঞ্জে ভুয়া জন্ম সনদ তৈরি করে আয়োজন করা বাল্যবিবাহ ভেঙ্গে দিয়েছে জেলা প্রশাসন। এ সময় বিয়ে না দেয়ার জন্য কনের পিতার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

সোমবার (৬ জুলাই) দুপুরে এ বিয়ে ভেঙ্গে দেন জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দিপু।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আজিজুর রহমান খান তার মেয়ে মানিকহার উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্রী সাবিনা খানমের সাথে একই গ্রামের কলিম খাঁর ছেলে মো. আসলামের সাথে বিয়ে ঠিক করেন।

এ বিয়ে উপলক্ষে কনের বাবা নিজ বাড়িতে করেন নানা আয়োজন। বরপক্ষ ৩৫ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসেন। কিন্তু বিয়ের আগ মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে গিয়ে হাজির হন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু।

এ সময় তিনি বিয়ের আয়োজন বন্ধ করে দিলে দেখানো হয় মেয়ের জন্ম সনদ। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তাকে দেখানো জন্ম সনদটি ভুয়া। এরপর মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না বলে মুচলেকা দিয়ে বিয়ে ভেঙ্গে দেন তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ