• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ জুন ২০২১  

অনলাইনে খাজনা দিব ঘরে বসে দাখিলা পাব এই ম্লোগানে গোপালগঞ্জের উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।আজ সকালে সদর ভূমি অফিস চত্বরে ভূমি সেবা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ওসমান গনি , নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান ।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন ,ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবাসমূহে জনগনকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবাসমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ভূমি সেবা সপ্তাহ পালন হচ্ছে। অনলাইনে নামজারী কার্যক্রম বা ই-মিউটেশন, অনলাইনে খতিয়ান প্রাপ্যতা, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, অনলাইনে মৌজা ম্যাপের প্রাপ্যতা ও অনলাইনে শুনানীসহ সকল ধরণের ডিজিটাল ভূমি সেবা প্রদানের বিষয়গুলো ভূমি মালিকগণকে জানানোর জন্য পালিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ