• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব না মানা, দোকান খোলা রাখা ও সড়কে যানবাহন চালানোর দায়ে ৬০টি মামলা দায়েরের মাধ্যমে এক লাখ ৫ হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জর পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপালগঞ্জের ৫ উপজেলার বিভিন্ন স্থানে ১৫টি দলের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সামাজিক দূরত্ব না মানা, দোকান খোলা রাখা ও সড়কে যানবাহন চালানোর দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গোপালগঞ্জ সদরে ৯টি আদালতের মাধ্যমে ২৫ হাজার ৩’শত টাকা, কাশিয়ানী উপজেলায় ২টি আদালতের মাধ্যমে ৪৩ হাজার টাকা, কোটালীপাড়া উপজেলায় ২টি আদালতের মাধ্যমে ২৮ হাজার একশ টাকা, টুঙ্গিপাড়া উপজেলায় একটি আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা ও মুকসুদপুর উপজেলায় একটি আদালতের মাধ্যমে ৪ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

এতে ৬০টি মামলা দায়ের মাধম্যে এক লাখ ৫ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ