• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে রাতে পরীক্ষা দেবে ৫৮ জেএসসি পরীক্ষার্থী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯  

গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিষ্টধর্মের সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ৫৮পরীক্ষার্থী শনিবার রাতে প্রথম পরীক্ষা দেবে। এরমধ্যে ৩৫ জন ছাত্রী ও ২৩ জন ছাত্র রয়েছে। এরা সবাই মুকসুদপুরের কেলগমুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। মুকসুদপুর সহকারী উপজেলার শিক্ষা অফিসার মনিমোহন বাড়ৈ এর সত্যতা নিশ্চিত করেছেন। 

জানাগেছে, খ্রিষ্টধর্মীয় বিধানমতে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। তাই বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
তাদের পরীক্ষা সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত নেয়া হবে। ২০১৯ সালের জেএসসি পরীক্ষার রুটিনানুসারে দুইটি বিষয়ের পরীক্ষা শনিবার হবে। ওই দুই শনিবার এসব পরীক্ষার্থীরা রাতে পরীক্ষা দিবে।

জানা গেছে অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে ওই ৫৮ জন পরীক্ষার্থীদেরও সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ সময় তারা ওই কেন্দ্রের একটি নির্দিষ্ট কক্ষে থাকবে এবং রাত ৯টার পর পরীক্ষা শেষে কেন্দ্র ত্যাগ করবে।

খ্রিষ্টধর্মের ওই পরীক্ষার্থীরা জানায়, ধর্মীয় বিধান অনুসারে আমাদের শনিবার দিনের বেলায় কোন কিছু লেখা নিষেধ। তাই বোর্ডের অনুমতিক্রমে দুইটি
শনিবার রাতে জেএসসি পরীক্ষা দেয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।

মুকসুদপুর সহকারী উপজেলার শিক্ষা অফিসার মনিমোহন বাড়ৈ জানান, ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ