• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে লক্ষাধিক টাকার কারেন্ট জাল ধ্বংস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ আগস্ট ২০২০  

গোপালগঞ্জে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে তা ধ্বংস করা হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুর ২ টায় কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপালগঞ্জের সদর, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলার নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ায় হঠাৎ কারেন্ট জালের কদর বেড়ে যায়। জেলার বিভিন্ন হাট বাজারে এসব কারেন্ট জাল বিক্রি করছে। কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে অবৈধ কারেন্ট জালের হাট বসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অনেক কারেন্ট জাল ব্যবসায়ী পালিয়ে গেলেও লক্ষাধিক টাকার জাল জব্দ করার পরে তা ধ্বংস করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ