• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে শুরু হয়েছে দুর্গাপূজা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

মহাষষ্ঠী পূজা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যেদিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলার এক হাজার ১৯৮টি মণ্ডপে একযোগে শুরু হয় দেবী দুর্গার পূজা।

এ সময় পুরোহিতের মন্ত্রে প্রত্যেকটি মন্দিরে সৃষ্টি হয় ধর্মীয় আবাহ। প্রতিটি প্রতিমায় ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানের মধ্যদিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এ সময় সনাতন ধর্মালম্বীরা ফল, মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেবী দূর্গাকে নিবেদন করেন।

এ বছর সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজার রেখে আনুষ্ঠানিকতা পালন করা করা হচ্ছে। সড়কে করা হয়নি কোন আলোকসজ্জ্বা। সাদামাটাভাবেই এবারের দুর্গাপূজা অনুষ্টিত হচ্ছে।

আগামী ২৬ অক্টোবর বিসর্জনের মাধমে শেষ হবে এ পূজা। এ বছর মহাষষ্ঠীতে দোলায় চড়ে পৃথিবীতে আসবেন আর পূজার সকল আনুষ্ঠিকতা শেষে গজে (হাতি) চড়ে কৈলাশে ফিরবেন দেবী দুর্গা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ