• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৯ মে ২০২০  

ঈদ উপলক্ষে আগামী রোববার (১০ মে) থেকে সারাদেশে সীমিত আকারে দোকান খোলা রাখার সিদ্ধান্ত হলেও গোপালগঞ্জে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের এক সভায় করোনা সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বলা হয়েছে, কেউ যদি দোকান করতে চান, তাহলে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে অস্থায়ীভাবে দোকান করতে পারবেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।

এছাড়া সভায় কাপড় ব্যবসায়ী সমিতি, কসমেটিকস ব্যবসায়ী সমিতি, রড-সিমেন্ট-টিন ব্যবসায়ী সমিতি, ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতি, মনোহারী সমিতি, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন বলেন, ‘সভায় সব সমিতির সিদ্ধান্ত অনুযায়ী গোপালগঞ্জ জেলা সদরের সব ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্বাস্থ্য বিধি মেনে কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে।

গোপালগঞ্জ চেম্বারের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলে ঈদ মার্কেটে আসা হাজার হাজার ক্রেতা সাধারণের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে দোকান বন্ধ রাখার সিদ্ধান্তে করোনাভাইরাস রোধ করা সম্ভব হবে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ