• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে সহস্রাধিক প্রবীণ পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

মুজিব বর্ষ উদ্‌যাপন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সহস্রাধিক প্রবীণ ব্যক্তিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার রামমোহন উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়ণে কুশলা ইউনিয়নের সহস্রাধিক প্রবীণ ব্যক্তিকে বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ সিভিল সার্জন তরুন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত বৈদ্য, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বক্তব্য রাখেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসন প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্পের আয়োজন করেছে। আমরা আজ কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নে স্বাস্থ্যসেবা প্রদান করলাম। পর্যায়ক্রমে আমরা এ উপজেলার ১১টি ইউনিয়নে এভাবে স্বাস্থ্যসেবা প্রদান করব।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, অনেক সময় আপনজনেরা প্রবীণদের খোঁজ-খবর নেয় না। সে চিন্তা-ভাবনা থেকেই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছি। তবে আমি চাইব প্রত্যেক আপনজন যেন প্রবীণদের যথাযথ সেবা প্রদান করেন। কেন না আমাদের প্রত্যেককে একদিন প্রবীণ হতে হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ