• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন আসপ এর মাস্ক বিতরন!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১  

সারাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গোপালগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সবাই পরের তরে (আসপ)। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে সকলকে স্বাস্থ্যবিধি সর্ম্পকে জনসচেতনতামূলক পরামর্শ দেয়া হয়।

আজ রোববার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন (আসপ) এর সভাপতি শরিফুল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আসপ এর সাধারন সম্পাদক মোঃ আল ইমরান সুমন সাধারণ সম্পাদক, কর্মী রাকিবুল ইসলাম, উজ্জ্বল মোল্লা, মোস্তাফিজুর রহমান, নাজমুল হাসান, জান্নাতুল মিনহাজ সিয়াম, মোঃ মেহেদি হাসান, শুভ শেখ সহ অনেকে।

পরে শহরের লঞ্চঘাট ও বঙ্গবন্ধু সড়কে চলাচলরত মাস্কবিহীন রিকশা চালক, ভ্যান চালক, পথচারীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করে আমরা সবাই পরের তরে সংগঠন। মাস্ক বিতরণের পাশাপাশি করোনা ভাইরাসের সচেতনতামূলক প্রচারাভিযান চালায় সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।

আসপ এর সভাপতি শরিফুল ইসলাম জানান, আমরা সবসময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছি এবং করোনাকালীন সময়েও আমরা মানুষের পাশে থেকে কাজ করে যাবো। করোনায় মানুষের সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে, তাহলেই আমরা মহামারি এই ব্যাধি থেকে মুক্ত থাকতে পারবো।

সংগঠনটি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের শহরের বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে আসছে এবং গতবছর কোভিড-১৯ শুরু থেকে ব্যাপক কার্যক্রম ছিল। করোনা মোকাবিলায় এমন কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান এই সংগঠন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ