• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে সড়কের বেহাল দশা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

গোপালগঞ্জের সড়কগুলো হাজারো গর্ত, খাদ ও উভয় পার্শ্বের মাটি হেজিংয়ের গোড়া থেকে সরে গিয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। যে কারনে প্রতিনিয়ত এসব সড়কে দুর্ঘটনা ঘটেই চলছে। জেলাবাসীর দাবি সরকার দ্রম্নত এসব রাস্তায় বরাদ্দ দিয়ে সংস্কারের ব্যবস্থা নেবে।
জেলার মোলস্নাহাট-ভাঙ্গা, গোপালগঞ্জ-টেকেরহাট অংশ এবং আঞ্চলিক সড়ক, কোটালীপাড়া-রাজৈর, মাঝবাড়ি-টুঙ্গিপাড়া, চাপাইল-গোপালগঞ্জ, বরইতলা-মুকসুদপুর. গান্ধিয়াশুর-বাজুনিয়া ও ভাটিয়াপাড়া-কালনা সড়ক সকল প্রকার যানবাহন চলাচলের জন্য ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে দাড়িয়েছে। সড়কগুলির মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা-মোলস্নাহাট অংশের ব্যাপক এলাকায় রাস্তায় দেবে গেছে। কোথাও একাংশ, কোথাও পুরো রাস্তা দেবে গেছে। এছাড়া গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ৩৮ কিমি. সোল্ডার উঠে কয়েক হাজার ছোট বড় গর্ত তৈরি হয়েছে। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। অন্যদিকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া-কালনা সড়কের পাশে বালুর চাতাল সৃষ্টি করে ও ওই বালু বহনে ভারী গাড়ী যাওয়া আসায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও কোটালীপাড়া-রাজৈর, মাঝবাড়ি-টুঙ্গিপাড়া, চাপাইল-গোপালগঞ্জ, বরইতলা-মুকসুদপুর, গান্ধিয়াশুর-বাজুনিয়া সড়কেরও একই অবস্থা। এসব সড়ক দ্রম্নত সংস্কার করা না হলে আগামী দু'এক মাসের মধ্যে এসব রাস্তা যানবাহন চলাচলের জন্য সম্পূর্ন অনুপযোগী হয়ে পড়বে।
সওজের জেলা নির্বাহী প্রকৌশলী শরিফ উদ্দিন বলেন, মেইনটেনেন্সের বরাদ্দ না থাকায় এতদিন কাজ করা হয়নি। এখন বরাদ্দ এসেছে, কাজগুলো শুরু হয়েছে। আর যেস রাস্তা ভেঙ্গে নতুন করে নির্মাণ করতে হবে সেগুলির অনুমোদনের জন্য ডিপিপি পাঠানো হয়েছে। একনেকে অনুমোদন হলেই টেন্ডার প্রক্রিয়া শেষ করে নির্মাণ কাজ শুরু করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ