• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৩৭৩ প্রবাসী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৭৩ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।

তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ৩৭৩ জন সম্প্রতি ইতালি, চীনসহ ১২ দেশ থেকে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। ১৪ দিনের পর্যবেক্ষন শেষে হোম কোয়ারেন্টাইন থেকে ৫৮ জনকে ছাড়া হয়েছে।

এছাড়া, স্বাস্থ্যকর্মীরা সব সময়ই তাদের বিষয়ে খোঁজ খবর রাখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

সিভিল সার্জন আরো জানান, জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি। তাই আইস্যুলেশন ওয়ার্ডেও কোন রোগী নেই। এখানে সব সময় সাধারণ মানুষকে মাস্ক পড়ার পাশাপাশি বাইরে থেকে ঘরে আসার পর সাবান দিয়ে হাত ধোয়ার জন্য সতর্ক করা হচ্ছে। সেই সঙ্গে প্রবাসী ও সাধারণ মানুষের সঙ্গে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ