• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ১২১ জন হোম কোয়ারেন্টাইনে, কাশিয়ানীতে দুইজনকে জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

গোপালগঞ্জে  বিদেশ ফেরত ১২১ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, ১২১ জন ইতালি, চীনসহ মোট ১২টি দেশ থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন। বিদেশ ফেরত ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নেয়া হয়। পরে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। 

তবে তারা সুস্থ আছেন এবং এখনও করোনাভাইরাসে আক্রান্ত হননি। স্বাস্থ্য কর্মীরা সব সময়ই তাদের বিষয়ে খোঁজ খবর রাখছেন। তবে কেউ যদি হোম কোয়ারেন্টাইন না মানেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

এদিকে, গতকাল বুধবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই প্রবাসী হোম কোয়ারেন্টাইনের আদেশ না মেনে যত্রতত্র নিজেদের মতো করে ঘুরে বেড়ানোর কারণে একজনকে ২০হাজার ও অন্য আরেক জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ