• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ২২

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় বিদেশফেরত আরো ২২ ব্যক্তিতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় মোট ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ রবিবার দুপুরে খোঁজ পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে হোম করেন্টাইনে রাখার ব্যবস্থা করে। এদের মধ্যে চীনসহ মোট ১২টি দেশ থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, বিদেশফেরত ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবর নেয়া হয়। পরে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ৩৩ ব্যক্তির মধ্যে কাশিয়ানী উপজেলায় ১৩ জন, কোটালীপাড়া উপজেলায় ৭জন, সদর উপজেলায় ৬জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন ও মুকসুদপুর উপজেলায় ৩ জন রয়েছেন।

এরা ইতালি, চীন, সিংগাপুর, মালয়েশিয়া, ভারত, সৌদি আরব, বাহারাইন, ব্রুনাই ও লেবাননসহ মোট ১২টি দেশ থেকে সম্প্রতি দেশের বাড়িতে এসেছেন। তবে তারা সুস্থ্য আছেন এবং তারা এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলেও জানান তিনি। স্বাস্থ্য কর্মীরা সব সময়ই তাদের বিষয়ে খোঁজখবর রাখছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ